তৃতীয় দফার ( third face Bengal assembly election) ভোট শুরুর আগেই উলুবেড়িয়া উত্তর (uluberia North constituency) বিধানসভায় প্রবল বিক্ষোভ।অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। সেক্টর অফিসার ও বিডিও কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয় মানুষজন। পরিস্থিতি সামাল দিতে সেক্টর অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। সেই সঙ্গে বাতিল করা হলো ওই ইভিএম মেশিন গুলোকে। প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে জানা গিয়েছে, গতকাল রাতেই নাকি ওই ইভিএম মেশিন গুলিকে সরিয়ে ফেলা হয়েছিল। বিরোধীদের অভিযোগ ভোটে জালিয়াতি করতেই এ কাজ করা হয়েছে । ক্ষুব্ধ জনতা দীর্ঘক্ষণ সেক্টর অফিসারকে আটকে রেখে বিক্ষোভ দেখান।



উলুবেড়িয়া উত্তরের বিজেপি প্রার্থী চিরন বেরা অভিযোগ করেছেন, তুলসিবেড়িয়ার তৃণমূল নেতা গৌতম ঘোষের বিরুদ্ধে। অভিযোগ তিনি রাতের অন্ধকারে কমিশনের গাড়ি নিয়ে চারটি ইভিএম মেশিন ও চারটি ভিভিপ্যাট রেখেছিলেন। এলাকাবাসীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন বলে জানা গিয়েছে। রিগিং করতেই পরিকল্পিতভাবে এগুলো আনা হয়েছিল বলে অভিযোগ। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে কেন্দ্রীয় বাহিনী।






































































































































