তৃতীয় দফায় তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি দক্ষিণ ২৪ পরগনার ১৬ কেন্দ্রে সব বুথে জারি ১৪৪ ধারা

0
3

রাজ্যে তৃতীয় দফার ভোট গ্রহণের আগে আরও কড়া মনোভাব দেখালো নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যের ৩ জেলায় ৩১ কেন্দ্রে ভোটগ্রহণ। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ

দক্ষিণ ২৪ পরগনা। যেখানে ঊনিশের লোকসভা নির্বাচনে প্রবল মোদি হাওয়ার মধ্যেও অটুট ছিল তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ। পাশাপাশি, হাওড়া ও হুগলির যে সকল আসনে ভোট গ্রহণ হবে, তার জন্য মোতায়েন করা হয়েছে ৭০৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুধুমাত্র বুথের নিরাপত্তায় থাকছে ৬১৮ কোম্পানি।

আরও পড়ুন : মমতার ছবি বিকৃতির অভিযোগ তৃণমূলের, উত্তপ্ত ভাতার

দ্বিতীয় দফায় হাইভোল্টেজ নন্দীগ্রামে(Nandigram) ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এবার দক্ষিণ ২৪ পরগনার ১৬ কেন্দ্রের প্রতিটি বুথেই জারি করা হচ্ছে ১৪৪ ধারা। সোমবার সন্ধে সাড়ে ছটা থেকে ১৪৪ ধারা লাগু হয়েছে। বুথের ২০০ মিটারের মধ্যে থাকবে ওই নিষেধাজ্ঞা। হাওড়া ও হুগলির মোট ১৫টি আসনে ভোট নেওয়া হচ্ছে। তবে সেখানে বুথের ১০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা।

Advt