তৃতীয় দফার নির্বাচনেও রক্তপাত, আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি

0
1

তৃতীয় দফার নির্বাচনের দিন উলুবেড়িয়ার বাগনানে জখম তৃণমূল নেতা। মঙ্গলবার সকালে ধারলও অস্ত্রের কোপ তৃণমূলের বুথ সভাপতিকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। তৃণমূলের তরফে অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা বুথ সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। যদিও পদ্মবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে।

নির্বাচন চলছে বাংলায়। উঠে আসছে একের পর এক রক্তপাতের ছবি। মঙ্গলবার রক্তপাতের সেই ছবি ফের দেখা গেল বাগনানে। তৃতীয় দফার ভোট চলাকালীন বাগপাড়ায় ২৩৩ নম্বর বুথের সভাপতি যোগীবর বাগ আক্রান্ত হন বলে জানা গিয়েছে। এদিনের ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে ঘাসফুল ব্রিগেডের ওই অঞ্চলের কর্মীরা। এদিনের ঘটনায় প্রার্থী অরুণাভ ঘোষও বিজেপির দিকে আঙুল তুলেছেন। তৃণমূল কর্মীরা জানিয়েছেন “বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এদিন বুথসভাপতির উপরে হামলা চালিয়েছে। তাঁরা আরও জানান বুথসভাপতি যখন কাজ সেরে বাড়ি ফিরছিলেন সেই সময় তাঁর উপর হামলা চালানো হয়।” পায়ের তলার মাটি হালকা হয়ে গিয়েছে বিজেপির এমনটাই জানায় প্রার্থী অরুণাভ ঘোষ।

আরও পড়ুন-সুজাতা মার খাওয়ায় ‘দুঃখিত নন’ সৌমিত্র

অন্যদিকে বিজেপি প্রার্থী অনুপম মল্লিক ঘটনার দ্বায় অস্বীকার করে, জানায় এই ঘটনায় তাঁদের কোন যোগ নেই। তৃণমূলের গোষ্ঠী কোন্দোলের ফলেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

Advt