দেশের সর্বোচ্চ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ( ramnath kovind) । বর্তমান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের পরে এ বার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন এনভি রমন (N.V.Raman)।
আগামী ২৩ এপ্রিল অবসর গ্রহণ করতে চলেছেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি এসএ বোবদে। তাঁর অবসর গ্রহণের পর সেই পদে বসবেন রমন। সম্প্রতি কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে (Ravi Shankar Prasad) চিঠি দিয়ে উত্তরসূরি রমনের নাম প্রস্তাব করেন বোবদে। নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতিকেই প্রধান বিচারপতির পদে বসানো হয়। তাই এসএ বোবদের পরে সবচেয়ে বর্ষীয়ান বিচারপতি হিসেবে এনভি রমনেরই প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল। সেই মতো রাষ্ট্রপতি তাঁকেই নিয়োগ করলেন। ২০২২ সালের ২৬ অগাস্ট পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।
অন্ধ্রপ্রদেশের কৃষক পরিবারের সন্তান এনভি রমন ২০০০ সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হন। তিনি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৪-এর পর তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে যোগ দেন।
আরও পড়ুন:আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের উপর হামলা! দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর