‘মোদিজীকে বলুন বিনা পয়সায় গ্যাসটা দিন,’ কোচবিহার থেকে মোদিকে আক্রমণ মমতার

0
1

‘দিদি বিনা পয়সায় চাল দিচ্ছে। মোদিজীকে বলুন বিনা পয়সায় গ্যাসটা দিতে।’ ঠিক এভাবেই চেনা সুরে মোদিকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘এটা দিল্লির লাড্ডু নয়। এটা বাংলার ভোট।’
মঙ্গলবার কালচিনির সভা থেকে তৃণমূল নেত্রী উত্তরবঙ্গের আদিবাসীদের প্রতিশ্রুতি দিয়ে বলেন “চা সুন্দরীর সকলেই পাকা বাড়ি পাবে। মজুরি আরও বাড়ানো হবে। শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য এবং বিদ্যুৎ সব ফ্রিতে পাবেন চা বাগানের কর্মচারীরা। এমনকি বন্ধ চা বাগান খোলার দ্বায়িত্ব আমার। বিজেপি সব চা বাগান বেচে দেবে। তাই সকাল সকাল জোড়াফুলে ভোট দিন। আপনারা আমায় জেতান, আমি আপনাদের জেতাব। ভোটের পর আবার আসব এই মাটিতে। আপনাদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব। আপনারা আমাকে এক জোট হয়ে জেতান। আর বিজেপিকে রাজনৈতিকভাবে একেবারে কবর দিন’। পাশাপাশি পাহাড়ের ভোট প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘তৃণমূল কংগ্রেস আছে তাই পাহাড়ে শান্তি আছে। তরাই ডুয়ার্সেও শান্তি আছে। পাহাড়ে আমরা লড়ছি না। সমতলের সব ভাইবোনেরা জোড়াফুলেই ভোটটা দেবেন।’

তৃতীয় দফার দিনেও কোচবিহারে সভা করেন তৃণমূল সুপ্রিমো। তার আগে ভোট নিয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একটি ট্যুইট করেন নেত্রী। আজই কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একটি সভা করেন।

Advt