মোদি ‘মিথ্যাবাদী’, প্রমাণ দিয়ে মাথাভাঙার জনসভা থেকে বিজেপিকে তুলোধনা করলেন মমতা

0
1

নারায়ণী ব্যাটেলিয়ন নিয়ে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে । কিন্তু তা এখনও অ্যাপ্রুভ হয়নি। সেই নথি তুলে ধরে মোদিকে ‘মিথ্যেবাদী’ বলে তুলোধনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালচিনির পর মাথাভাঙায় একটি জনসভা করেন মমতা। সেখান থেকেই সরকারি কিছু নথি তুলে ধরেন এবং তা পড়েও শোনান। এমনকি সেইসব নথি জনগণকে দিয়েও পড়ান। এরপরই মমতা বিজেপিকে ‘মিথ্যবাদী’ বলে কটাক্ষ করেন।
এদিন জনসভায় মমতা মোদির ‘দিদি ও দিদি’-র সম্বোধন প্রসঙ্গ টেনে বলেন, ‘আমার গুরুত্ব আছে বলেই ওঁ আমাকে ভ্যাঙায়’। তবে ওদের কথা শুনবেন না। বিজেপি মিথ্যেবাদী দুঃশাসন। ওরা নাটক করতে ওস্তাদ। ১০০ টা লোককে নিজে মারবে, তারপর চোখ দিয়ে জল বের করবে। পুলিশের পোশাক পড়ে মানুষকে ভয় দেখাবে। তাই সাবধান থাকবেন। ওদের নেতারা ভয় দেখাতে এলে ছবি তুলে রাখুন। সেন্ট্রাল পুলিশ ভয় দেখালে ছবি তুলে রাখবেন। সেল থেকে রেল সব বন্ধ করে দিচ্ছে। ’ মাথাভাঙার জনসভা থেকে মোদি -শাহ কে আক্রুমণ করে তৃণমূল নেত্রী বলেন, ‘ধর্ম শেখাতে এসেছেন? আমি ব্রাক্ষণ ঘরের মেয়ে কিন্তু আমি নমঃশূদ্র-এর হাতের খাবার খায়। পি এম কেয়ারের টাকা কোথায় গেল? মোদি তো গুজরাতের লোক। আর ওরা বাংলা শাসন করবে?’
এদিন মাথাভাঙার জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘কোচবিহারে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম করেছি। আগামী মে মাস থেকে আরও অনেক সুবিধা দেওয়া হবে। বিধবা ভাতা, SC,ST দের হাতখরচ, কৃষকবন্ধুদের ১০ হাজার টাকা করে ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপর বিনামূল্যে রেশন দেওয়া হবে। শুধু তাই নয় ‘দুয়ারে’ পৌঁছে দেওয়া হবে রেশন। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য সবই দেওয়া হবে। সঙ্গে থাকবে নিরাপত্তাও। তাই সকাল সকাল ভোট দিন। জোড়াফুলে ভোট দিন’।
তৃতীয় দফার দিনে মাথাভাঙার জনসভা থেকে সেন্ট্রাল পুলিশের বিরুদ্ধেও প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো। জানান, আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ মণ্ডলের ওপর হামলার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advt