এবার জৈব সুরক্ষা বলয়ে থাকা নিয়ে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট( Bcci president ) সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। করোনার (corona) জন্য খেলোয়াড়দের জীবন বদলে গিয়েছে বলে মনে করেন মহারাজ। তবে জৈব সুরক্ষা থাকা নিয়ে বিদেশিদের থেকে ভারতীয়দের সহ্য ক্ষমতা অনেক বেশি মনে করেন সৌরভ।

এদিন তিনি বলেন, “গত ছয়-সাত মাসে ক্রিকেটারদের কাছে জীবন বেশ কঠিন হয়ে পড়েছে। জৈব বলয়ে থেকে খেলার জন্য মাঠ ও টিম হোটেলের ঘর ছাড়া তাদের অন্য কোথায় যাওয়ার উপায় নেই। এই বলয়ে থাকতে হলেও পেশাদার জগতে সবাইকে মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে হয়। সত্যি বলতে করোনার জন্য খেলোয়াড়দের জীবন একেবারে বদলে গিয়েছে।”
এরপাশাপাশি মহারাজ আরও বলেন,”দীর্ঘ ক্রিকেট জীবনে অনেক বিদেশির বিরুদ্ধে খেলেছি। ওরা শুধু মানসিক অবসাদে থাকার অজুহাত দেয়। সেই জায়গা থেকে আমাদের ভারতীয়দের সহ্য ক্ষমতা অনেক বেশি।”
আরও পড়ুন:কেকেআরের সব থেকে আগ্রাসী মানসিকতার অধিনায়ক হলেন গম্ভীর,বলছেন কামিন্স










































































































































