করোনা সংক্রমনে রাশ টানতে দিল্লিতে নাইট কার্ফু জারি ৩০ এপ্রিল পর্যন্ত

0
2
ফাইল ছবি

লাগামছাড়া করোনার সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে দেশজুড়ে। মহারাষ্ট্রের পাশাপাশি দিল্লিতেও বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা। তাই দিল্লি সরকারের তরফে নাইট কার্ফু জারি করা হলো। রাত ১০ টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু চলবে। এই Corona virus New Delhi night carfewব্যবস্থা বলবৎ থাকবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। পাশাপাশি দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে এ বার থেকে সারা দিনরাতই খোলা থাকবে করোনা টিকা কেন্দ্রগুলি।

করোনা সংক্রমণ যাতে সীমা না ছাড়ায়, তাই নাইট কার্ফুর সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, রাত ১০টা থেকে ভোর ৫টা অবধি কার্ফু জারি থাকবে। জরুরি পরিষেবা বাদে সমস্ত রকম যান চলাচল ও সাধারণ মানুষের গতিবিধির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল অবধি এই নিয়ম জারি থাকবে। যে যে বিধিনিষেধ জারি হয়েছে তার একটি তালিকা দিয়েছে দিল্লি সরকার। সেটি হল :

১) যানবাহন চলাচলে কোনও বিধিনিষেধ থাকবে না।

২) রাতে কেউ করোনা টিকা নিতে চাইলে ই-পাস দেখাতে হবে।

৩) রেশন দোকানের মালিক, মুদি দোকান, ফল সবজি ও ওষুধের দোকানের মালিকরাও এই ই-পাসের সুবিধা পাবেন।

৪) সংবাদ মাধ্যমের কর্মীরাও ই-পাস ব্যবহার করে যাতায়াত করতে পারবে।

৫) চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তরা নিজেদের আইডি কার্ড দেখিয়ে কার্ফু চলাকালীনও যাতায়াত করতে পারবেন।

৬) যাত্রীরা বাস বা ট্রেনের টিকিট দেখালে তাঁদের যাতায়াতেও ছাড় দেওয়া হবে।

৭) অসুস্থ রোগী ও উত্তর সত্তা অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে।

জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই কেবল বাস, মেট্রো, অটো, ট্যাক্সিতে করে যাতায়াত করতে পারবেন।

Advt