?সেনসেক্স ৪৯,২০১.৩৯ (⬆️ ০.০৯%)
?নিফটি ১৪,৬৮৩.৫০ (⬆️ ০.৩১%)
অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে মাঝে কিছুটা পতন ঘটলেও ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। অতীতের ধাক্কা সামলিয়ে মঙ্গলবার কিছুটা হলেও বাড়ল দেশের শেয়ারবাজার। ৪২ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৪৫ পয়েন্ট।
আরও পড়ুন:জৈব সুরক্ষা বলয়ে থাকা নিয়ে মুখ খুললেন মহারাজ
মঙ্গলবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের দুর্দশা কাটিয়ে ৪২ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪২.০৭ পয়েন্ট বা ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,২০১.৩৯। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ৪৫.৭০ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৬৮৩.৫০।