ফের দিল্লির ক্ষমতা দখলের বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
চুঁচুড়ায় দলের প্রচার সভা থেকেই সোমবার
নিজেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’-এর সঙ্গে তুলনা করে মমতার (Mamata Banerjee) দাবি, “আগামী দিনে খেলতে হবে। বিজেপির ( BJP) মাঠ খালি করে দিতে হবে। জোড়াফুলে ভোট দিতে হবে। দাঙ্গা করে ওরা পদ্মফুলকে নষ্ট করে দিয়েছে। ওরা দাঙ্গা করলে আমাদের পাঙ্গা নিতে হবে। ইলেকশনের আগে আমার পা চোট করে দিয়েছে। যাতে আমি বেরোতে না পারি। তাতে কী, মা-বোনেদের দুটো পা দিয়ে আমি যা করার করব।”
আর এরপরই মমতা বলেন, “আমি ওই একটা পায়েই বাংলা জয় করবো, আর দুটো পায়ে তো আগামীদিনে দিল্লি জয়ও করতে হবে।”
 
 
 
 
 
 
 
 
 
 






























































































































