“পরাজয় নিশ্চিত জেনে কোভিড-এর ধুয়ো তুলে নির্বাচন বন্ধ করতে চাইবে বিজেপি”।
নতুন এক আশঙ্কার কথা সামনে আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷
মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার ভোট৷ তার আগে বিজেপিকে নিশানা করে আক্রমণের সুর আরও চড়িয়ে এই আশঙ্কার কথা শোনালেন মমতা। করোনার কথা বলে বিজেপি (BJP) বাংলার নির্বাচন বন্ধ করে দিতে পারে, সেই আশঙ্কা এদিন উঠে আসে মমতার গলায়। সোমবার হুগলির চুঁচুড়ায় সভায় তৃণমূল নেত্রী বলেছেন, “সংক্রমণ দেখিয়ে এখন বিজেপি বাংলার নির্বাচন বন্ধ করে দিতে পারে৷ তিনি এদিন ফের প্রশ্ন তোলেন, “কেন ৮টি দফায় নির্বাচন করা হচ্ছে বাংলায়? ২ দফাতেই নির্বাচন হয়ে যেত। কী চায় বিজেপি? কিন্তু ওদের কোন চালাকি বাংলায় চলবে না।”
তৃণমূলনেত্রীর স্পষ্ট বার্তা, “কোভিড দেখিয়ে ভোট বন্ধ করার চালাকি চলবে না৷ নির্বাচন যখন শুরু হয়েছে, তখন শেষ করতে হবে।”































































































































