উত্তরবঙ্গে ভূমিকম্প, কেঁপে উঠল একাধিক জেলা

0
1

হঠাৎ ভূমিকম্প কেঁপে উঠল উত্তরবঙ্গ। সোমবার আচমকা রাত ৮.৫০ নাগাদ জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার সহ গোটা বাংলার উত্তরাংশ কেঁপে ওঠে প্রবল ভূমিকম্পে। অসমের কয়েকটি অঞ্চল এবং বিহারেও কম্পন অনুভূত হয় বলে খবর মিলেছে।

আরও পড়ুন : ভোটের মধ্যেই বিজেপিতে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন অর্জুন ঘনিষ্ঠ যুবনেতা প্রিয়াংশু

জানা গিয়েছে, সোমবার শিলিগুরি, কোচবিহার মালদা, উত্তর এবং দক্ষিন দিনাজপুর এদিন হঠাৎ ভূমিকম্প ফলে কেঁপে ওঠে। পাশাপাশি রায়গঞ্জ থেকেও কম্পনের খবর মিলেছে। উত্তরবঙ্গে মানুষের বক্তব্য অনুযায়ী পাঁচ থেকে ছয় সেকেন্ড মাটি কাঁপতে থাকে। যার ফলে ভয় পেয়ে স্থানীয় মানুষেরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। অন্যদিকে কেউ কেউ দিতে থাকে উলুধ্বনি। এদিন কম্পনের মাত্রা ছিল ৫.৪ রিখটার স্কেল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center For seismology ) বা এনসিএস-এর দেওয়া তথ্য অনুসারে সোমবারের ভূমিকম্পের(Earthquake ) কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে সিকিম-নেপাল(Nepal-sikkim) সীমান্ত অঞ্চলে। তবে সোমবারের এই প্রাকৃতিক দুর্যোগের ফলে এখনো কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Advt