তাঁর কথায় কে কী মনে করলেন , তার পরোয়াই করছেন না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷
বাংলার শিল্পী বুদ্ধিজীবী মহলকে মেরুদণ্ডহীন, বোঝা, রগড় দেব বলে আক্রমণ করলেন দিলীপ৷
সম্প্রতি সংবাদ প্রতিদিন পত্রিকায় এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি শিল্পীদের বলেছি আপনারা গান গান নাচুন, ওটাই আপনাদের শোভা পায়। আপনারা রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের ছেড়ে দিন ।না হলে রগড়ে দেব। আর শিল্পীরা জানেন আমি কীভাবে রগড়াই।
আমাকে নিয়ে কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না। আমার বরং এদের দেখলে মজা লাগে! সবসময় মুখোশের মোড়কে নিজেদের লুকিয়ে রাখার চেষ্টা। আমার এই লোকগুলোকে দেখলে করুণা হয়! ফুলিয়ে-ফাঁপিয়ে এমন একটা পরিবেশ তৈরি করেছে যাতে মনে হবে আমি একটা বিশেষ কেউ। এবারের নির্বাচনের মতো মজা কেউ দেখেনি।
তার প্রশ্ন, বুদ্ধিজীবীরা সবাই কোথায় ভ্যানিশ হয়ে গেলেন? একটা সময় তো আমাদের দিনরাত গালাগালি করতো, যাতে অন্য দল থেকে চট করে সুবিধাটা পাওয়া যায়। আজকে সেই লোকগুলো বেকার। তাদের কোনও কাজ নেই। যে পার্টির হয়ে গলা ফাটালো তারাও তো কার্যত উধাও। বরং গালাগালি দেওয়ার ফ্যাশনটা বঙ্গ রাজনীতিতে নতুন আমদানি। এবারের ভোটের মতো রঙ্গ মঞ্চ এর আগে কেউ দেখেছে বলে মনে হয় না।
দিলীপের কটাক্ষ, বুদ্ধিজীবীরা অনেক বেশি বোঝেন । কিন্তু কারা যে বুদ্ধিজীবী এটাই আমি বুঝতে পারি না। হঠাৎ আসেন আবার হঠাৎ তারা গায়েব হয়ে যান। তার প্রশ্ন, কিছু ব্যাজ লাগিয়ে ঝোলা পাঞ্জাবি, আর কাঁধে ব্যাগ নিয়ে ঘুরলেই কী
বুদ্ধিজীবী হওয়া যায়? এ প্রসঙ্গে সিপিএমকেও এক হাত নিয়ে তিনি বলেন, এইসব বুদ্ধিজীবীদের প্রোডাকশন করেছে তো সিপিএম। এরা আসলে সমাজের বোঝা। মানুষ আর এসব মানতে চাইছে না। তাই এদের ঘাড় থেকে নামিয়ে দিচ্ছে। ভাবতে অবাক লাগে, বুদ্ধিজীবীরা ভাবেন তারা অনেক বেশি বোঝেন। তাই তাদের বলার অধিকার আছে কিন্তু কোনও দায়িত্ব নেওয়ার দায় নেই। তার সাফ কথা, দিলীপ ঘোষ একবার যা বলে , তা থেকে পিছিয়ে আসে না৷
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.