“আমরা যারা সংখ্যালঘু, তারা ৩০ শতাংশ। বাকিরা ৭০ শতাংশ। এই ৭০ শতাংশ নিয়ে ওরা গদিতে বসবে। আমরা যদি এই ৩০ শতাংশ লোককে নিয়ে একদিকে হয়ে যাই, তাহলে চার-চারটে পাকিস্তান তৈরি হয়ে যাবে।” এমন মন্তব্য করে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন বীরভূমের (Birbhum) নানুরের তৃণমূল নেতা শেখ আলম। পরে নিজের ভুল বুঝে শেখ আলম ক্ষমাও চেয়ে নেন। এবার তার পাল্টা জবাব দিতে গিয়ে আরও বড় বিতর্কের সৃষ্টি করলেন বিজেপি (BJP) জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি বলেন, যারা পাকিস্তান জিন্দাবাদ বলবে, দেশদ্রোহিদের এনকাউন্টার করা হবে। এই বিজেপি নেতার মন্তব্যকে সমর্থন করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সোমবার প্রচারে বেরিয়ে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা শেখ আলমকে পাল্টা জবাব দিয়ে বলেন, “তৃণমূলের শাসন ব্যবস্থায় পাকিস্তান হবে একথা বলা যায়। কিন্তু বিজেপির শাসন ব্যবস্থায় পাকিস্তান তৈরি হবে বললে এনকাউন্টারই হবে। যারা ভারতকে চারখানা পাকিস্তান করবে বলবে, যারা পাকিস্তানের ‘ডন’ পত্রিকার এডিটরকে ডেকে এনে বলবে, দেখুন আমি কী সুন্দর মিনি পাকিস্তান বানিয়েছি, তাদের এনকাউন্টার করা হবে না তো গলায় মালা পরানো হবে কি? ভারতে থেকে পাকিস্তান জিতলে যারা বোম ফাটাবে, তাদের এনকাউন্টার করা হবে। ২ মে রাজ্যে বিজেপি সরকার হবে। নানুরে ভাই তারক সাহা জিতবে এবং এখানে যারা দেশদ্রোহিতা করবে, যারা পাকিস্তান জিন্দাবাদ বলবে, তাদের নিশ্চিত এনকাউন্টার করা হবে।”
আরও পড়ুন-আমরা যেরকম চেয়েছিলাম সেইরকম খেলা হয়েছে, মন্তব্য দিলীপের
বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তিনি সরাসরি বলেন, ২ মে অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোট গণনার দিন বিজেপি ক্ষমতায় আসবে। নানুরে ভাই তারক সাহা জিতবে এবং এখানে যারা দেশদ্রোহিতা করবে, যারা পাকিস্তান জিন্দাবাদ বলবে, তাদের নিশ্চিত এনকাউন্টার করা হবে।








































































































































