মানুষকে ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, কমিশন ব্যবস্থা না নিলে রাস্তায় নামব: সৌগত

0
1

নির্বাচন কমিশনে নালিশ জানানোর পাশাপাশি সাংবাদিক সম্মেলনেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল কংগ্রেস। তৃণমূল ভবনের এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন,  ‘কেন্দ্রীয় বাহিনী বাংলার মানুষের উপরে অত্যাচার করছে। ভোটারদের ভয় দেখাচ্ছে। নির্বাচন কমিশন যদি ওদের থামাতে না পারে তাহলে আমাদের আন্দোলনের রাস্তায় যেতে হবে’।

নির্বাচন কমিশনের ব্যর্থতা তুলে ধরে সৌগতবাবু বলেন, “কেন্দ্রীয় বাহিনী বাংলার মানুষের ওপর অত্যাচার করছে। তাদের ব্যবহারে ভোটাররা ভয় পাচ্ছে। সব জায়গায় দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে রুট মার্চের নামে মানুষকে ওরা ভয় দেখাচ্ছে। ৩২৬টি ঘটনা ঘটেছে, যা কমিশনকে জানানো হয়েছে, ইভিএম খারাপ হচ্ছে। কমিশন হিংসা নিয়ন্ত্রণ করতে পারছে না। যদি কমিশন এর জন্য কোনও উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে আমরা আন্দোলনে যাবো।”

আরও পড়ুন- মমতার অভিযোগ সত্যি, বিজেপি বুথ সভাপতির ঘর থেকেই উদ্ধার অস্ত্রশস্ত্র সহ তাজা বোমা

Advt