ম্যারাথন প্রচার একের পর এক রোড শো মিঠুনের

0
1

গেরুয়া শিবিরে নাম লিখিয়ে একের পর এক রোড শো করছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ, শুক্রবার ভোট প্রচারে ঠাসা কর্মসূচি ছিল তাঁর।  বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে রাজ্যের চার বিধানসভা এলাকায় প্রচার করেন তিনি। শো-তে বেরিয়ে গেরুয়া শিবিরের নেতা মিঠুন বলেন, “পরিবর্তন বিজেপির মূলমন্ত্র। এবার আসল পরিবর্তন হবে।“ চৈত্রের প্রখর রোদকে উপেক্ষা করে রোড শো করেন বিজেপি নেতা মিঠুন। তাঁকে দেখতে উপচে পড়ে মানুষের ভিড়ও। কিন্তু এই উপচে পড়া ভিড় কতটা ভোট বাক্সে পড়বে তা শুধু সময়ই বলবে।

আজ, শুক্রবার প্রথমে উত্তর চব্বিশ পরগণার সোদপুর থেকে হুগলির পুরশুড়ায় প্রথম রোড শো করেন ডিস্কো ডান্সার। সেখানে তাঁর সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী বিমান ঘোষ।

এরপর শ্যামপুর মোড় থেকে আরেকটি রোড শো করেন তিনি। এরপর বেলা দেড়টা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগণার কুলপিতে তৃতীয় রোড শো করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেখান থেকে হেলিকপ্টারে ডুমুরজলায় পৌঁছে যান তিনি। ফের ডুমুরজলা থেকেও আরও একটি রোড শো করেন মিঠুন। ডুমুরজলায় অভিনেতা মিঠুনকে দেখতে মহিলাদের ছিল চোখে পড়ার মত। তবে তা শুধুই তারকা মিঠুনের জন্যই। এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা।

গত ৭ই মার্চ ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই চলছে তাঁর প্রচার।

Advt