সকালে ভোট দিয়ে বুথে বুথে ঘুরছেন নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষি

0
1

সকালে নিজের ভোট দিয়ে বিভিন্ন বুথে ঘুরছেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার প্রার্থী, সিপিএমের মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। তিনি বলেছেন, “এখনও পর্যন্ত যে কটা জায়গায় গিয়েছি, ভোট ঠিকঠাক হচ্ছে৷ পোলিং এজেন্টরা এখনও পর্যন্ত বুথে আছেন। সব দলেরই পোলিং এজেন্ট বসেছে। যাঁরা ভোটার, সাধারণ মানুষ, তাঁদেরও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।’ একইসঙ্গে হুমকি দেওয়ার অভিযোগ এনে বামপ্রার্থী বলেছেন, “গতকাল রাত থেকে হুমকি দেওয়া চলছে। পোলিং এজেন্ট বসতে না দেওয়ার নিয়ে হুমকি দেওয়া হয়েছে। দু-একটা জায়গা থেকে EVM খারাপ হয়ে যাওয়ার খবর এসেছে। দেখা যাক কী হয়।’ দুই হেভিওয়েট প্রতিপক্ষ নিয়ে মীনাক্ষির বক্তব্য, “যে লড়ছে লড়ুক। মানুষ লড়ছে। ভোট দিচ্ছে। গত দুদিন ধরে নন্দীগ্রামের যা আবহ দেখেছি, তাতে ভোট দিতে যাওয়ার ব্যাপারে মানুষ নিশ্চিত। মানুষ ভোট দিচ্ছেন।”

আরও পড়ুন:তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, উত্তপ্ত কেশপুর

Advt