বৃহস্পতিবার একদিকে যখন রাজ্যের ৪ জেলায় ২য় দফার নির্বাচন চলছে, তখন আগামী দফাগুলিতে যেখানে যেখানে ভোট হবে, সেখানে জোরকদমে চলল প্রচার। হুগলির চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে এদিন রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুর প্রায় সওয়া তিনটে নাগাদ চুঁচুড়ার রবীন্দ্রনগর মাঠে মিঠুন চক্রবর্তীর হেলিকপ্টার নামে। মহাগুরুকে দেখতে এদিন সকাল থেকেই মাঠের চারপাশে কয়েক হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন। মহাগুরু হেলিকপ্টার থেকে তাকে নামতেই তাকে স্বাগত জানান চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এরপর রবীন্দ্রনগর মোড় থেকে শুরু হয় রোড শো। কড়া পুলিশি নিরাপত্তায় রোড শো এগিয়ে চলে।





































































































































