
কথা দিয়েছিলেন নন্দীগ্রামের মানুষদের পাশে থাকবেন। আর সেইমত গত রবিবার থেকেই নিজ রণক্ষেত্র, নন্দীগ্রামেই রয়েছেন তৃণমূল সুপ্রিমো। ভোট প্রচার, জনসংযোগ ছাড়াও সেখানকার আইনি ব্যবস্থা খতিয়ে দেখতে সেখানেই ভোটগ্রহণের দিন পর্যন্ত মানুষের পাশে থাকার কথা ছিল তাঁর। কিন্তু ভোটগ্রহণ শেষ হলেও EVM সিল করা, তা নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছনো পর্যন্ত, পুরো নির্বাচনী ব্যবস্থা কড়া নজরে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরের দিন সমস্ত কাজ শেষ করে উত্তরবঙ্গের উদ্দেশ্য রওনা দেবেন তিনি।
দ্বিতীয় দফার হাইভোল্টেজ ভোট শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে কোথাও EVM মেশিন খারাপ, কোথাও রাজনৈতিক সংঘর্ষ। বিক্ষিপ্ত ঘটনার কথা লেগেই রয়েছে। এরই মধ্য চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নন্দীগ্রাম। এর আগেও তৃণমূল নেত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছিলেন। বহিরাগত গুণ্ডা এনে ভোটদাতাদের ভয় দেখাচ্ছেন শুভেন্দু, এরকমই অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী। এমনকি এইনিয়ে নন্দীগ্রামের মানুষদের বারবার সচেতন করেছেন তিনি। কিন্তু কমিশনের ওপর ভরসা না করতে পেরে নিজেই ভোটের খুঁটিনাটি দেখবেন তিনি। তাই নিজের সফরসূচি বদল করলেন তৃণমূল সুপ্রিমো।































































































































