আজ, বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের ৪ জেলার ৩০টি আসনে চলছে দ্বিতীয় দফার নির্বাচন। প্রথম দফার মতো এই পর্বেও বেশ কিছু জায়গায় EVM কারচুপির অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের (TMC) পক্ষে। এই ইস্যুতেই এবার টুইট করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (MP) মহুয়া মৈত্র (Mahuya Moitra)।
টুইটে তৃণমূল সাংসদ লেখেন, “দেড়শোটির বেশি বুথে সকাল থেকে EVM কারচুপি হয়েছে। নির্বাচন কমিশন (Election Commission) যেভাবে পুলিশ বদলি করেছে, তার অর্ধেক প্রচেষ্টা EVM বিভ্রাট ঠেকাতে করা উচিত ছিল তাদের।”

আরও পড়ুন:‘আদালতে যাব আমরা’, বয়ালের পোলিং বুথে বসেই জানালেন মমতা
উল্লেখ্য, এদিন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর (Chandipur) বিধানসভার চৌখালির ১৩১ নং বুথে EVM কারচুপি হয়েছে। অভিযোগ উঠেছে, তৃণমূলে ভোট দিলে সেই ভোট যাচ্ছে বিজেপিতে। এমনকি, অন্য যে কোনও প্রার্থীকে ভোট দিলে সেই ভোট বিজেপিতে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে। যে ছবি দেখা গিয়েছিল প্রথম দফায় কাঁথি দক্ষিণ কেন্দ্রের একটি বুথে। এছাড়াও এদিন হলদিয়ার একটি বুথে EVM-এ শুধুই বিজেপির প্রতীক রয়েছে বলে অভিযোগ করেছেন ভোটাররা।








































































































































