ভোটের বাংলায় (west bengal) বৃহস্পতিবার করোনা (corona) আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় হাজার ছাড়াল।
রাজ্য স্বাস্থ্য দফতরের খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১,২৭৪ জন, মৃত্যু হয়েছে ২ জনের। রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজার অতিক্রম করায় উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনা সংক্রমণে এখনই রাশ টানা না গেলে ভয়ঙ্কর বিপদের পড়তে পারে বাংলা৷
গত মঙ্গলবার রাজ্যে করোনার গ্রাফ ছিলো নিম্নমুখী৷ ফলে কিছুটা স্বস্তি ফিরিয়েছিল। কিন্তু বুধবারই দৈনিক সংক্রমণ প্রায় হাজার ছুঁয়ে যায়। ওইদিন করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯৮২ জন, প্রাণ হারিয়েছিলেন ২ জন।
আর বৃহস্পতিবার সেই সংক্রমণের হার বাড়ল আরও বেশ কয়েকগুন।
এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬, ৫১৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫, ৭১, হাজার ৩৪৫ জন৷ মৃত্যু হয়েছে ১০, ৩৩১ জনের।
বিশেষজ্ঞদের একাংশের কথায়, ভোটপ্রচার এবং দোলে রাজ্যের একাধিক জায়গায় নজরে এসেছিল অসচেতনতার চিত্র। আর এর প্রভাব অত্যন্ত খারাপ হতে পারে, মনে করা হচ্ছিল এমনটাই। সেই আশঙ্কাই সত্যি হল!
আরও পড়ুন- মিডিয়ায় প্রভাবিত হবেন না, নন্দীগ্রামে দিদিই জিতছেন, বললেন কুণাল































































































































