হাইভোল্টেজ ভোটের আগেই রাজনৈতিক সংঘর্ষ। রাতের অন্ধকারে তৃণমূল কর্মীকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। মৃতের নাম উত্তম দলুই। বিজেপি আশ্রিত সমর্থকরাই তাঁকে খুন করেছে বলে অভিযোগ করেছে মৃতের পরিবার। ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভয়াবহ এই ঘটনাটিরে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতের পরিবারের দাবি , গতকাল গভীর রাতে বাড়ির সামনেই ওই তৃণমূল সমর্থককে মারধর করে বিজেপি কর্মী সমর্থকরা। তারপর ধারালো অস্ত্র দিয়ে কুঁপিয়ে মারা হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ওই তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে মৃতের পরিবার। এইনিয়ে গেরুয়া শিবিরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
 
 
 
 
 
 
 
 
 
 






























































































































