সচিনের দ্রুত আরোগ্য কামনা করে টুইট শোয়েবের

0
2

সচিন তেন্ডুলকরের (sachin tendulkar) দ্রুত আরোগ্য কামনা করে টুইট করলেন প্রাক্তন পাকিস্তানের( Pakistan )  ক্রিকেটার শোয়েব আখতার( Shoaib Akhtar)।

এদিন টুইট করে শোয়েব লেখেন,” আমার পছন্দের অন্যতম সেরা লড়াই। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো সচিন”। টুইটে মধ‍্যে নিজেদের একটা পুরনো ছবি পোস্ট করেন শোয়েব।

৯টি টেস্টে মুখোমুখি হয়েছিলেন সচিন এবং শোয়েব। সেই ম্যাচে সচিনের করেন ৪১৬ রান, ৩ বার তাঁর উইকেট নিয়েছেন শোয়েব আখতার। একদিনের ম্যাচে শোয়েবের বিপক্ষে ৮৬৪ রান করেন সচিন, ৫ বার তাঁর উইকেট নেন পাকিস্তানি এই পেসার।

আরও পড়ুন:আইপিএলে ধোনির নেতৃত্বে খেলতে মুখিয়ে পুজারা

Advt