স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। চলতি অর্থবর্ষের (২০২১-২০২২) প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) স্বল্প সঞ্চয় (Small savings scheme) ও পিপিএফের (Provident Fund) সুদ কমাল কেন্দ্রীয় সরকার। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) সুদ কমছে ০.৭ শতাংশ। ওদিকে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) সুদ এর আগে পাওয়া যেত বছরে ৬.৮ শতাংশ, এখন তা থেকে কমিয়ে করা হল ৫.৯ শতাংশ। কিষাণ বিকাশ পত্রে সুদ ৬.৯ শতাংশ থেকে কমে হল ৬.২ শতাংশ। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমে সুদ ৭.৬ থেকে কমে হয়েছে ৬.৯ শতাংশ। পিপিএফের সুদ ৭.১ শতাংশ থেকে কমে করা হল ৬.৪ শতাংশ। মাসিক আয় প্রকল্পে (MIA) সুদ ৬.৬ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৫.৭ শতাংশ। এমনকী প্রবীণ নাগরিকদের জন্য সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমে সুদ ৭.৪ শতাংশ থেকে কমে হয়েছে ৬.৫ শতাংশ।
আরও পড়ুন- নন্দীগ্রামে বামপ্রার্থীর ভাষণে ‘লাইক’ কলকাতার তৃণমূল কাউন্সিলরের,অভিযোগ ঘিরে চাঞ্চল্য
































































































































