আইপিএলে ধোনির নেতৃত্বে খেলতে মুখিয়ে পুজারা

0
3

৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল( ipl)। হাইভোল্টেজ এই টুর্নামেন্ট নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। প্রস্তুতি শুরু করে দিয়েছেন চেতেশ্বর পুজারাও( cheteshwar pujara)। দীর্ঘ সাতবছর পর আইপিএলে সুযোগ পেয়েছেন চেতেশ্বর পুজারা। আর সেই সুযোগকেই কাজে লাগাতে মরিয়া পুজারা।

এদিন পুজারা বলেন,” আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি নিশ্চিত এই ২০ ওভারের ক্রিকেটেও আমি নিজেকে মানিয়ে নিতে পারব। এই দলে আমি অনেককে পেয়েছি যারা আমায় সঠিকভাবে এগিয়ে যেতে সাহায্য করছেন। আমি ক্রিকেট খেলতে ভালবাসি তাই সব ধরনের ক্রিকেটই খেলতে চাই।”

চলতি বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন পুজারা। খেলবেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ধোনির নেতৃত্বে খেলতে মুখিয়ে পুজারা। এদিন তিনি বলেন,” আমি মাহির অধিনায়কত্বে খেলতে পারব এটা ভেবেই ভাল লাগছে। আমি যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করি তখন ও আমার অধিনায়ক ছিল।”

আরও পড়ুন:দিল্লির নতুন অধিনায়ক পন্থ

Advt