দিল্লির নতুন অধিনায়ক পন্থ

0
1

২০২১ আইপিএলে ( 2021Ipl)দিল্লি ক‍্যাপিটালসের(delhi capitals)  অধিনায়ক হলেন ঋষভ পন্থ( rishav panth)। এমনটাই জানান হল দিল্লি ক‍্যাপিটালসের পক্ষ থকে।

কাঁধের চোটের জন্য আইপিএল খেলতে পারবেন না শ্রেয়স আইয়র। তাঁর জায়গায় অধিনায়ক করা হল পন্থকে। প্রেস বিবৃতিতে দিল্লি ক্যাপিটালসের সভাপতি কিরণ কুমার গ্রান্ধি বলেন, “শ্রেয়সের অধিনায়কত্বে আমাদের দল নতুন একটা উচ্চতায় উঠেছিল। ওকে আমাদের মনে পড়বে। ওর অনুপস্থিতিতে ঋষভ অধিনায়কত্ব করবে। আমি ওর সাফল্য কামনা করি। আশা করব শ্রেয়সও দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে।”

দলের দায়িত্ব পেয়ে খুশি ঋষভ। নতুন দায়িত্ব পেয়ে পন্থ বলেন, ‘‘আমি আজ থেকে ছয় বছর আগে আইপিএলে খেলা শুরু করেছিলাম। দিল্লিতেই আমি ছোট থেকে খেলেছি। আমার স্বপ্ন ছিল দলকে নেতৃত্ব দেওয়া। সেটা করতে পেরে আমি খুশি। আমি নিজের সেরাটা দিয়ে এই দলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব।”

আরও পড়ুন: ব্রেকফাস্ট স্পোর্টস

Advt