খায়রুল আলম, ঢাকা
করোনা আতিমারি বাড়তে থাকায় আদালতের বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরার প্রয়োজনীয়তা নেই বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি Chief justice of Supreme court সৈয়দ মাহমুদ হোসেন। মঙ্গলবার (৩০ মার্চ) প্রধান বিচারপতির নির্দেশিকা মাধ্যমিকে জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।নির্দেশিকায় বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিগণের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, পরিবর্তিত পরিস্থিতিতে বিচারকবৃন্দ এবং আইনজীবীবৃন্দ ক্ষেত্রমতো সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরবেন। এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই। এই নির্দেশনা বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং দেশের সব অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে।



এর আগে ২০২০ সালের জুলাই ও আগস্ট মাসে পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে কালো কোট-গাউন পরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় একই বছরের ১৬ নভেম্বর কালো কোট-গাউন পরা বাধ্যতামূলক করা হয়েছিল।



































































































































