নন্দীগ্রামে জনজোয়ারে ভেসে কড়া ভাষায় অধিকারী পরিবারকে আক্রমণ মমতার

0
2

নন্দীগ্রামের মাটি থেকে ফের কড়া ভাষায় অধিকারী পরিবারকে আক্রমণ করলেন মমতা বন্দোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “থাকবেন আপনারাই, আর আপনাদের দেখতে থাকবে রাজ্য পুলিশই। ভিন রাজ্যের পুলিশ ফিরে যাবে নিজের রাজ্যে। পান্ডাদের কীভাবে তাড়াতে হয় বাংলার মানুষ জানেন।” তিনি এও বলেছেন, “ভোট না দিয়ে কেউ ফিরে আসবেন না।”
মাথা ঠান্ডা রাখুন, কোনও প্ররোচনায় পা দেবেন না। ভিন রাজ্যের পুলিশ অত্যাচার করছে, ভোট শেষে ভিন রাজ্যের পুলিশ থাকবে না। আর পান্ডাদের কীভাবে বের করে দিতে হয় তা বাংলার মানুষ ভালোভাবেই জানে। নন্দীগ্রামে রোড শোয়ের মাঝে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জনজোয়ারে ভেসে আপ্লুত মমতা বলেন,
হাজার হাজার টাকা চুরি করেছে গদ্দার, সেই টাকা থেকে দিচ্ছে সকলকে। তাই টাকা দিলে নিয়ে নিন, আর ভোটের সময় ওদের খরচা করে দিন। টাকা নেওয়া ঠিক নয়, আমরা সে কথা বারবার নির্বাচন কমিশনকে বলেওছি। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি।

Advt