কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হল ধূপগুড়ির বাসিন্দা জওয়ান জগন্নাথ রায়ের। সোমবার সন্ধে ছ’টা নাগাদ মৃত্যু হয় ওই জওয়ানের। সেনাবাহিনীর পক্ষ থেকে এদিন রাতেই তার পরিবারকে মৃত্যু সংবাদ জানিয়ে দেওয়া হয় । গত ২৫শে মার্চ কাশ্মীরের অবন্তিপুরা সেক্টরে সিআরপিএফ জওয়ানদের কনভয় লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই দুই জওয়ানের মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় জলপাইগুড়ির ধুপগুড়ির বাসিন্দা জগন্নাথ রায়কে 


কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন ৩৩ বছরের এই বাঙালি জওয়ান। জগন্নাথের মৃত্যুর খবরে তাঁর পশ্চিম শালবাড়ির বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। জগন্নাথের বাবা গত হয়েছেন কয়েক বছর আগেই। বাড়িতে বৃদ্ধা অসুস্থ মা আছেন। আছেন জগন্নাথের স্ত্রী ও এক শিশুপুত্র । এছাড়াও দাদা-বৌদি এবং এক ভাইপো থাকেন ওই বাড়িতে। পরিবারের ছোট ছেলের আকস্মিক প্রয়াণে শোকে বিহ্বল গোটা পরিবার ।




































































































































