করোনায় আক্রান্ত হরমনপ্রীত কৌর, ইরফান পাঠান

0
1

করোনায় ( corona) আক্রান্ত হরমনপ্রীত কৌর( harmanpreet kaur) জ্বর আসা সোমবার করোনা টেস্ট করান তিনি। মঙ্গলবার  করোনার রিপোর্ট পজেটিভ আসে হরমনপ্রীতের।

এক সংবাদ সংস্থাকে হরমনপ্রীতের ঘনিষ্ঠ জানান,” বাড়িতে নিভৃতবাসে রয়েছে হরমনপ্রীত। সোমবার করোনা পরীক্ষা করিয়েছিল হরমনপ্রীত। মঙ্গলবার সেই পরীক্ষার ফল পজিটিভ আসে। গত চার দিন ধরে জ্বর রয়েছে ওর। সেই জন্য পরীক্ষা করা হয়। অন্য কোনও শারীরিক সমস্যা নেই। কিছু দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।”

কিছুদিন আগে চোটের কারণে  দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে যান হরমনপ্রীত। দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন বহুবার করোনা পরীক্ষা করানো  হয়েছে ক্রিকেটারদের । সেই সময় ফল নেগেটিভ আসায় মনে করা হচ্ছে সিরিজের পরেই করোনা সংক্রমিত হয়েছেন হরমনপ্রীত।

এদিকে সচিন তেন্ডুলকর, উইসুফ পাঠানের পর করোনায় আক্রান্ত হলেন ইরফান পাঠান। সোমবার রাতে নিজেই টুইট করে জানান তিনি। এদিন ইরফান টুইট করে লেখেন, “আমি করোনা আক্রান্ত, তবে কোনও উপসর্গ নেই। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি আমি। শেষ কিছু দিনে যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদেরকে অনুরোধ পরীক্ষা করিয়ে নিন। সবাই মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। সবাই সুস্থ থাকুন এই কামনা করি।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt