দেশ জুড়ে কমল জ্বালানির দাম

0
1

দ্বিতীয় দফা ভোটের আগে সামান্য কমল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম কমল ২১ পয়সা। ডিজেলের দাম কমল লিটার প্রতি ২৩ পয়সা। এর ফলে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম হল ৯০ টাকা ৭৭ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম হল ৮৩ টাকা ৭৫ পয়সা।দিল্লিতে পেট্রোলের দাম ৯০.৭৮ টাকা থেকে কমে হয়েছে ৯০.৫৬ টাকা। অন্যদিকে ডিজেলের দাম কমেছে ২৩ পয়সা। ৮১.১০ টাকা থেকে কমে হয়েছে ৮০.৭৮ টাকা।
চেন্নাইয়ে ১৯ পয়সা কমে পেট্রোলের দাম ৯২.৫৮ পয়সা আর ২২ পয়সা কমে ডিজেলের দাম ৮৫ টাকা ৮৮ পয়সা হয়েছে।
মুম্বইয়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৬.৯৮ টাকা আর ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৭.৯৬ টাকা।
গতমাসে দেশের বাজারে তেলের দাম পরপর ১৬ দিন ধরে বেড়েছিল ৷ তারপর সামান্য হলেও এই দাম কমাটা অবশ্যই স্বস্তির খবর ৷


Advt