বিজেপি প্রার্থী অশোক দিন্দার উপর হামলা, রিপোর্ট তলব কমিশনের

0
1

ময়নায় প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী অশোক দিন্দা। তাঁর গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়ার অভিযোগ। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা। যদিও বিজেপির আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

তাঁর ওপর আক্রমণের প্রসঙ্গে বিজেপি প্রার্থী অশোক দিন্দা বলেন, প্রচার সেরে ফেরার সময় ময়না বাজারে আমার গাড়ি ঘেরাও করা হয়। গাড়ি লক্ষ্য করে ইঁটও ছোঁড়া হয়। আমার ভাইয়ের হাত কেটে গেছে। গাড়ির কাচ ভেঙে গেছে। কোনওরকমে পালিয়ে বেঁচেছি’। এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী নিজেই। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আরও পড়ুন- ছত্রধরের গ্রেফতারির পিছনে শুভেন্দু, অভিযোগ স্ত্রী নিয়তি মাহাতোর

Advt