ফের বিজেপি নেতার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির সুভাষনগরে। সেখানকার একটি পার্কের মধ্যে বিজেপি (BJP) নেতার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধেয় স্থানীয় বাসিন্দারা দিল্লি বিজেপির প্রাক্তন সহ-সভাপতি গুরবিন্দর সিং বাওয়া’র (Gurvinder Singh Bawa) মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
৫৮ বছর বয়সী গুরবিন্দর সিং বাওয়ার দেহটি দিল্লির সুভাষনগর এলাকায় অবস্থিত একটি পার্কের ভিতরে এক লেকের ধারে গ্রিল থেকে ঝুলতে দেখা গিয়েছে। এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দিলে জানা যায় দেহটি বিজেপি নেতার। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, আত্মহত্যা করেছেন গুরবিন্দর সিং বাওয়া। সূত্রের খবর, গার্হস্থ্য অশান্তিতে ভুগছিলেন তিনি। আর তার থেকেই তিনি আত্মহত্যার পথ বেঁছে নিয়েছেন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের পরই তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।
আরও পড়ুন-‘মোদিজি জনপ্রিয়, কিন্তু দিদির থেকে বেশি নন’, জানালেন প্রশান্ত কিশোর
একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, “আমরা এই ঘটনা সম্পর্কে সন্ধে ৬ জানতে পেরেছি। তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বাওয়ার ছেলে ঈশ্বরেন্দ্র সিং পরে পার্কে এসে লাশটি শনাক্ত করেন। ” প্রবীণ বিজেপি নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দলীয় বর্ষীয়ান নেতারা। গুরবিন্দর পেশায় রাজনীতির পাশে আইনজীবী হিসেবেও কাজ করতেন। প্রসঙ্গত, সম্প্রতি হিমাচলপ্রদেশের মান্ডির সাংসদ রামস্বরূপ শর্মার আত্মহত্যায় মৃত্যুর কথা জানা গিয়েছিল।








































































































































