আবার বাড়ছে বিমান ভাড়া( increasing flight fare)। পয়লা এপ্রিল থেকেই এই বাড়তি মাশুল গুনতে হবে। কেন বাড়ছে ভাড়া? কারণ নতুন অর্থবর্ষ থেকে এয়ার সিকিউরিটিজ ফি (ASF) বাড়াচ্ছে ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA)। অন্তর্দেশীয় বিমান যাত্রায় এএসএফ বাড়ছে ৪০ টাকা এবং আন্তর্জাতিক বিমান যাত্রার ক্ষেত্রে এএসএফ বাড়ছে ১১৪ টাকা ৩৮ পয়সা। ডিজিসিএ বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০২১ সালের পয়লা এপ্রিল থেকে কার্যকরী হবে এই নয়া চার্জ।



বিমান বন্দরগুলির নিরাপত্তার দায়িত্বে থাকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ।নিরাপত্তা দেওয়ার খরচ বাড়ার কারণেই বাড়ছে এয়ার সিকিউরিটিজ ফি। মাত্র ৬ মাস আগে ২০২০ সালের সেপ্টেম্বরে এএসএফ ১০ টাকা বাড়ানো হয়েছিল। অন্তর্দেশীয় অর্থাৎ ডোমেস্টিক ফ্লাইটে এএসএফ ছিল ১৬০ টাকা। পয়লা এপ্রিল থেকে ৪০ টাকা বাড়ার ফলে বেড়ে হচ্ছে ২০০ টাকা।




































































































































