ফের গুলি চলল বাসন্তীতে

0
3

অশান্তি থামছে না বাসন্তীতে। ফের গুলি চলল সোমবার রাতে। ফের উত্তপ্ত বাসন্তী। ভোটের আবহে এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে শুটআউট।
বাসন্তির যুব তৃণমূল নেতা আবুল হাসান মোল্লাকে গুলি করে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। জখম আবুল হাসান মোল্লাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতাল ও পরে চিত্তরঞ্জন  মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।  অভিযোগ, বাসন্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল মান্নান ওরফে মন্টু গাজির ছেলে নূর  ইলাহি গাজি ওরফে রাজা গাজি ও রাজার মামা ইকবাল আহমেদ মণ্ডল গুলি চালায় আবুল হাসানকে লক্ষ্য করে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই একাজে যুক্ত। যদিও শাসকদলের তোলা এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে বলে পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অভিযোগ, সোমবার রাতে পেশায় ওষুধ ব্যবসায়ী আবুল হাসান মোল্লার বাড়িতে ওষুধ নিতে আসেন রাজা ও ইকবাল আহমেদ। আবুল হাসান মোল্লা ওষুধ দিতে রাজি না হওয়ায় তাঁকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালায় রাজা। এই  ঘটনাকে কেন্দ্র করে ফের নতুন করে গণ্ডগোলের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পরে অভিযুক্ত নূর  ইলাহি গাজি ওরফে রাজা গাজিকে গ্রেফতার করে পুলিশ।

Advt