মৃত্যু হল নিমতার সেই আক্রান্ত বৃদ্ধার

0
3

দীর্ঘ একমাস লড়াইয়ের পর মৃত্যু হল নিমতার (nimta) সেই বৃদ্ধার। নিমতার পাটনা ঠাকুরতলার আশি বছরের বৃদ্ধা শোভারানি মজুমদার। গত ২৭ ফেব্রুয়ারি রাত দেড়টা নাগাদ নিমতায় নিজের বাড়িতেই শোভারানি দেবী আক্রান্ত হন । রাজনৈতিক মদতপুষ্ট স্থানীয় কিছু দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। মূলত শোভারানি দেবীর ছেলের ওপরেই হামলা করতে এসেছিল তারা। ছেলেকে বাঁচাতে গিয়ে মাও আক্রান্ত হন বলে অভিযোগ।

এদিকে নিমতার এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় রাজ্য জুড়ে। অভিযোগ ওঠে রাজ্যে সুরক্ষিত নন মায়েরাই। এরপর অশীতিপর অসুস্থ ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মাত্র চার দিন আগেই বৃদ্ধাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া  হয়় । সোমবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়।

Advt