হোলির দিন এক অভিনব প্রচার এবং জনসংযোগ করলেন বিজেপির চুঁচুড়া বিধানসভার প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এদিন সকালে তিনি চুঁচুড়া লঞ্চঘাট থেকে ডানলপ ঘাট পর্যন্ত গঙ্গা পথে নৌকায় প্রচার সারলেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে হোলির দিন সকাল ৮টা নাগাদ লঞ্চে ওঠেন লকেট। ডানলপে নেমে রাম মন্দিরে পুজো দেন। এরপর গঙ্গার ধার বরাবর বাড়িগুলিতে যান। বাসিন্দাদের সাথে কথা বলেন। তাদের অভাব অভিযোগ শোনেন।