হোলির আবহেই প্রচার কাঞ্চনের

0
1

হোলির আবহেই প্রচার করলেন হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরে তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক। তাকে নিয়ে বিশাল মিছিল করে ভোটের প্রচার সারলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।
এদিন কোন্নগর বাগখাল থেকে সাধুর ঘাট অবধি বিশাল মিছিল করে ভোটের প্রচার সারেন তৃণমূল সাংসদ কল্যাণ ও প্রার্থী কাঞ্চল মল্লিক।মিছিল থেকে স্লোগান ওঠে ‘পদ্ম ফুল পিষে দেব জোড়া ফুলে ভরিয়ে দেব’।
এছাড়াও প্রবীর ঘোষালের নাম করে স্লোগান ওঠে, ‘আয়রে প্রবীর খেলবি আয় আয়রে গদ্দার খেলবি আয়’, এই মাটিতেই খেলা হবে।এদিন তৃণমূলের মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থক।