বাইক র‍্যালি করে কমিশনের বিধিভঙ্গ করল বিজেপি

0
1

রাজ্যে ভোট শুরুর ৭২ ঘণ্টা আগেই বাইক মিছিল নিষিদ্ধ করেছিল নির্বাচন কমিশন। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বাইক মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় বেলঘড়িয়ার বাদামতলা মোড় থেকে কামারহাটি পর্যন্ত বাইক মিছিলের পাশাপাশি বাজিও ফাটানো হয়। এরপর কামারহাটিতে গিয়ে নিজের মনোনয়ন জমা দেন কামারহাটির বিজেপি প্রার্থী । এদিন সাংবাদিকরা তাঁকে বিধিভঙ্গ প্রসঙ্গে জ্ঞিগেস করলে তিনি বলেন ,”যাঁরা এসেছে নিজের ইচ্ছায় এসেছে। আর কে বা কারা বাজি ফাটাচ্ছে,তা আমি জানি না”।
এপ্রসঙ্গে তৃণমূল নেতা সৌগত রায় বলেন,” বিজেপিই নির্বাচন কমিশনের বিধিনিষেধ মানে না। কিন্তু এটা তৃণমূল করলেই দোষ। ওঁরা করলে দোষের কিছু হয়না।”

Advt