ভোট বঙ্গে আর কত রঙ্গ দেখবে মানুষ। এবার যা ঘটলো, তা কার্যত নজিরবিহীন। মনোনয়ন (Nomination) দাখিল করতে গিয়ে প্রার্থী বিজেপি প্রার্থী (BJP Candidate) দেখলেন, তিনি নন, তাঁর আসনে দলীয় প্রার্থী অন্য কেউ। হ্যাঁ, এমনই ঘটনা ঘটলো বর্ধমানের গলসি (Galsi) কেন্দ্রে। দিল্লি থেকে পূর্ব ঘোষিত বিজেপি (BJP) প্রার্থী ছিলেন তপন বাগদি। কিন্তু শেষ মুহূর্তে তাঁর পরিবর্তে দল এই আসন থেকে টিকিট দিল বিকাশ বিশ্বাসকে। আজ, সোমবার বর্ধমানের গলসি কেন্দ্রে তপন বাগদির বদলে প্রার্থী ঘোষণা করে হয়েছে বিকাশ বিশ্বাসকে। বিস্ময়ের এখানেই শেষ নয়, এই ঘটনা অবাক করেছে বিজেপির নতুন প্রার্থীকেও। যদিও দলের নির্দেশ মেনে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন দেবেন।




প্রসঙ্গত, আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফায় ভোট গ্রহণ গলসিতে কেন্দ্রে। আজ, সোমবারই ছিল মনোনয়ন পেশের শেষ দিন।কর্মী-সমর্থকদের নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে মনোনয়ন পেশ করতে গিয়েছিলেন তপন বাগদি। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে জানানো হয়, টিকিট পাচ্ছেন না তিনি। এই ঘটনায় খুব স্বাভাবিকভাবে হতাশ হয়ে পড়েন তপনবাবু ও তাঁর অনুগামীরা। মুখ পোড়ে তাঁর। অপমানিত বোধ করেন তিনি। জানা গিয়েছে, সমর্থকদের নিয়ে বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়ার প্রস্তুতি নিতে চলেছেন তপন বাগদি।







































































































































