ভোট প্রচারে ব্যস্ত চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মজুমদার

0
1

ভোটের আর হাতে গোনা কয়েকদিন বাকি।তার আগে কোনওভাবেই সময় নষ্ট করছে না কোনও দলের প্রার্থীরা।হোলির দিনেও ভোট প্রচারে ব্যাস্ত চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মজুমদার।এদিন কোদালিয়া ২নং গ্রাম পঞ্চায়েতের হুগলি স্টেশনে সন্তোষী মায়ের কাছে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করেন অসিত মজুমদার।এরপর সুভাষপল্লি, কানাগড়, আশ্রম মাঠ, নতুন পাড়া, পাঁচলকি, বেনেভারুই, আখনা, উত্তর সিমলাতে তৃণমূল কংগ্রেসের কর্মীসমর্থকদের সঙ্গে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার সারেন তৃণমূল প্রার্থী অসিত মজুমদার।

Advt