দোসরা মে বিজেপির বিসর্জন হবে: অভিষেক

0
1

দক্ষিণ ২৪ পরগনায় লাগাতার প্রচার করছেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। পয়লা এপ্রিল ভোট কাকদ্বীপে মঙ্গলবারই প্রচার শেষ। তার আগে সোমবার দলীয় প্রার্থী মন্টুরাম পাখিরা সমর্থনে প্রচারসভা করেন অভিষেক। সেখানেই দলীয় প্রার্থীর সমর্থনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন পয়লা এপ্রিল বিজেপিকে এপ্রিলফুল করতে হবে। ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচনে বিজেপির হাত ভেঙে দিয়েছে রাজ্যবাসী। প্রতি দফায় দফায় তাদের একটি করে অঙ্গ অকেজো হবে। দোসরা মে ফল ঘোষণার দিন বিজেপিকে বিসর্জন দেওয়া হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, বাংলার সব মানুষকে যদি তিনি ৫ লক্ষ টাকা করে দেন, তাহলে ভোটে লড়বে না তৃণমূল। অমিত শাহকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, “অমিত শাহ বলেছেন, সুন্দরবনকে জেলা করে ২ লক্ষ কোটি টাকা দেব। সুন্দরবন জেলা হলে বাংলায় ২৪টি জেলা হবে। মানে মোট ৫০ লক্ষ কোটি টাকা দেবে। অর্থাৎ প্রত্যেক রাজ্যবাসীকে ৫ লক্ষ টাকা করে দেবেন।” এরপরেই চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “আপনি বাংলার মানুষকে ৫ লক্ষ টাকা করে দিন। তৃণমূল কংগ্রেস নির্বাচনে লড়াই করবে না।”

মমতা সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুয়ার রেশন থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর মতো জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে প্রচার করেন অভিষেক।

Advt