গুজিয়া খেয়ে রং মেখে বাড়িতেই কাটান হোলি : অভিষেক

0
1

বলিউডে (bollywood)এবার হোলির রং ফিকে। একের পর এক তারকা করোনা আক্রান্ত হয়ে বাড়িতে বিশ্রামে । এদিকে মহারাষ্ট্র (Maharashtra)জুড়ে করোনা-গ্রাফ ঊর্ধমুখী(Corona graph increasing)। রাজ্যের বেশ কিছু জায়গায় নাইট কারফিউ এবং লকডাউন শুরু হয়েছে। এর ছায়া পড়েছে বলিউডেও। করোনা সংক্রমনের ভয়ে কেউই এ বছর আর হোলি পার্টিতে যেতে চাইছেন না ।

যেমন, বচ্চন পরিবার। অমিতাভ, অভিষেক, ঐশ্বর্যরা প্রতিবছই রঙের উৎসবে মাতেন। কিন্তু এবার আর হোলি খেলছেন না কেউ। বাড়িতেই পরিবারের সঙ্গে দিন কাটিয়ে দিচ্ছেন। কিন্তু মন ভারাক্রান্ত হয়ে আছে। স্মৃতিমেদুর হয়ে নিজের পুরনো একটি ছবি শেয়ার করলেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। সেখানে লিখলেন গুজিয়া খেয়ে আবির মেখে বাড়িতেই কাটান হোলি। সেই সঙ্গে সকলকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন।

Advt