ডায়লগ পছন্দ করি, ভাষণে মিথ্যে বলা হয়: প্রচারে গিয়ে এ কী বললেন মহাগুরু!

0
1

“আমি বক্তৃতা দিতে ভালবাসি না, ফিল্মের ডায়লগ বলতে বেশি পছন্দ করি। কারণ, বক্তৃতায় অনেক মিথ্যে কথা বলা হয়”- দলীয় প্রার্থী ভারতী ঘোষের হয়ে প্রচারে গিয়ে এ কথাই বললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এখন প্রশ্ন উঠছে যখন তাঁর দলের নেতৃত্ব দিনভর একাধিক জনসভায় বক্তৃতা ঝড় তুলছেন তখন এই ইঙ্গিত কাকে করলেন মহাগুরু!

দোলের দিন মেগা প্রচারে নেমেছে সব রাজনৈতিক শিবিরই। নন্দীগ্রামে সভা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। তার আগেই রবিবার, চার জায়গায় রোড শো ও একটি সভা করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বিজেপি (Bjp) প্রার্থীদের হয়ে বাঁকুড়া ও পশ্চিমে মেদিনীপুরে রোড শো করেন মিঠুন। বাঁকুড়ার (Bankura) ইন্দাসের রোড শো-এ তাঁকে দেখতে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, ডেবরা ও চন্দ্রকোণাতেও মহাগুরুর রোড শো-এ একই ছবি।

ডেবরার সভাতেই ভাষণ দেন মত মিঠুন আর সেখানে তিনি বলেন ভাষণের থেকে ডায়লগ দিতে বেশী পছন্দ করেন তিনি বিজেপির বাংলায় পরিবর্তনের ডাক দেন মহাগুরু।

আরও পড়ুন:বিজেপিতে যোগ না দেওয়ার কারণেই গ্রেফতার ছত্রধর, বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

গ্রাম বাংলায় মিঠুনের ক্যারিশমাকে কাজে লাগিয়ে ভোটের পালে হাওয়া টানতে চাইছে গেরুয়া শিবির। সেই কারণেই ২৫ মার্চ থেকে পথে নেমেছেন মিঠুন। তবে বারবার মিঠুন শিবির বদল করায় তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের মতে, রুপোলি পর্দার সুপারস্টারকে দেখতে রোড যতই ভিড় হোক না কেন ইভিএমে তার প্রভাব পড়বে না।

Advt