সিরিজ জয় ভারতের, তৃতীয় একদিনের ম‍্যাচে ৭ রানে জয় বিরাট বাহিনীর

0
11

সিরিজ জয় ভারতের( india)। রবিবার তৃতীয় একদিনের ম‍্যাচে ইংল‍্যান্ডের ( England )বিরুদ্ধে  ৭ রানে জিতল বিরাট কোহলির( virat kohli) দল। এই জয়ের ফলে সিরিজে ২-১ জিতল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ৪ উইকেট শার্দুল ঠাকুরের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল‍্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে ৩২৯ রান করে বিরাট কোহলির দল। ভারতের ওপেরনার জুটি ভারতের রানের ভিত গড়ে দিয়ে যায়। ৩৭ রান করেন রোহিত শর্মা। ৬৭ রান করেন শিখর ধাওয়ান। তবে এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ বিরাট। মাত্র  ৭ রানে আউট হন তিনি। ৭৮ রান করেন ঋষভ পন্থ। ৬৪ রান করেন হার্দিক পান্ডিয়া। ইংল‍্যান্ডের হয়ে তিন উইকেট নেন মার্ক উড। দুটি উইকেট নেন আদিল রাশিদ। একটি করে উইকেট নেন সাম কুরান, টপলি, বেন স্টোকস, মইন আলি এবং লিভিংস্টোন।

জবাবে ব‍্যাট করতে নেমে ৩২২ রানে গুটিয়ে যায় ইংল‍্যান্ড। ইংরেজদের হয়ে ৯৫ রান করে অপরাজিত থাকে সাম কুরান। ৫০ রান করে মালান। ভারতের হয়ে ৪ উইকেট শার্দুল ঠাকুরের। তিন উইকেট নেন ভুবনেশ্বর কুমার। একটি উইকেট নেন টি নটরাজন।

আরও পড়ুন:সাগরের সভা থেকে তৃণমূলকে তোপ শুভেন্দুর

Advt