রঙের উৎসবে মাতলেন প্রার্থী অশোক ভট্টাচার্য

0
1

দলীয় রং লাল। ভোট প্রচারে বেরিয়ে লাল আবির মেখে জনসংযোগে মাতলেন শিলিগুড়ির বাম কংগ্রেস মোর্চা প্রার্থী অশোক ভট্টাচার্য। অশোক বাবু শিলিগুড়ির সদ্য-প্রাক্তন বাম বিধায়ক তথা শিলিগুড়ির পৌর প্রশাসক। রবিবার সকালে বাড়ির সামনে প্রচারে বেরিয়ে বাম কর্মি সমর্থকদের সঙ্গে আবির খেললেন সংযুক্ত মোর্চা প্রার্থী অশোক ভট্টাচার্য।
দোল উৎসব উপলক্ষে আবিরের যখন মেতেছে গোটা বাংলা, ঠিক সেদিনই দোলের উৎসবের সঙ্গে সঙ্গে জনসংযোগ সেরে নিলেন রাজ্যের দলীয় প্রার্থীরা। এদিন শিলিগুড়ির প্রার্থী অশোক ভট্টাচার্য বাড়ির সামনে প্রচারে বেরোতেই লাল আবিরে মাখিয়ে দোল উৎসব পালন করেন দলীয় কর্মী সমর্থকরা। পাড়ার খুদেরাও প্রার্থীর মুখে বিভিন্ন রং মাখিয়ে তাঁকে রাঙিয়ে দেয়। প্রচারে বেরিয়ে এদিন তিনি বলেন জনগণের আশীর্বাদ পেলেই ভোটে জিতবেন তিনি।

Advt