প্রত্যাশামাফিক পদ্ম- প্রতীকেই ভোট দিলেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী৷ এবং গোপনও করলেন না সে কথা৷ শনিবার ভোট দিয়ে বেরিয়ে শিশির অধিকারী (Sisir Adhikary ) নিজেই জানালেন, “হাম কমল মে দিয়া হ্যায়”৷
প্রসঙ্গত, দিন ছয়েক আগে এগরায় অমিত শাহের (Amit Shah) সভামঞ্চে উপস্থিত ছিলেন শিশিরবাবু৷ রাজনৈতিক মহল বলছে, এখনও শিশিরবাবু যেহেতু তৃণমূলের (TMC) সাংসদ, নিজের দলের বিরুদ্ধে ভোট দেওয়ার পর তৃণমূল সহজেই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে৷
এদিন কাঁথির প্রভাত কুমার কলেজের বুথে ভোট দেওয়ার পর বাইরে এসে শিশির অধিকারী সরাসরি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত শক্ত করতে হবে। একইসঙ্গে গণতন্ত্রের এই উৎসবে অংশ নেওয়ার জন্য সাধারণ ভোটারদের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তৃণমূলের নাম না করে শিশিরবাবু এ দিন বলেছেন, ‘‘আমি চাই বিরোধীদের শুভবুদ্ধি হোক। তাঁরা এবার পরাজয়ের স্বাদ নিতে শিখুন।’’ এদিন কাঁথিতে তাঁর ছেলে সৌম্যেন্দুর উপর হামলা এবং চালকের আহত হওয়া নিয়েও এক প্রশ্নের উত্তরে শিশির অধিকারী ইঙ্গিতপূর্ণভাবে বলেন, ‘‘কাচ ভেঙে হাতে লেগেছে, চিকিৎসায় কড়া ডোজ তো দিতেই হবে।’’
কাঁথি তথা পূর্ব মেদিনীপুরের প্রবীন নেতা শিশির অধিকারীর এই ‘কড়া ডোজ’ মন্তব্য নিয়ে ‘নানা জল্পনা চলছে জেলাজুড়ে। বলা হচ্ছে, শিশিরবাবু সম্ভবত হামলাকারীদের ‘শিক্ষা’ দেওয়ারই ইঙ্গিত দিয়েছেন৷
আরও পড়ুন- বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই প্রথম দফা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের































































































































