দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ, রবিবার থেকেই জারি নাইট কার্ফু

0
1

মহারাষ্ট্রে দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। যার জেরে কড়া সিদ্ধান্ত নিল মহারাষ্ট্রের সরকার। উদ্ধব ঠাকরের সরকার কোভিড-১৯ নিয়ে নয়া গাইডলাইন দিয়েছে৷ তাতে বলা হয়েছে, রবিবার থেকে নাইট কার্ফু জারি। এবং মহারাষ্ট্রের সবকটি শপিংমল রাত আটটাতেই বন্ধ করে ফেলতে হবে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দফতরের তরফে এক বিবৃতি জারি করে উদ্ধব ঠাকরে বলেন, “আমি লকডাউন চাপিয়ে দিতে চাই না। তবে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির ফলে স্বাস্থ্য সেবার সুবিধা ক্রমশ সংকুচিত হচ্ছে।” মহারাষ্ট্র সরকারের নির্দেশিকায় প্রশাসনের তরফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অক্সিজেন ট্যাঙ্ক ও সিলিন্ডার ভর্তি রাখতে বলা হয়েছে৷ নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁরা বাড়িতে আইসোলেশনে থাকবেন, তাঁদের উপর কড়া নজরদারি করতে হবে। পাশাপাশি বেড বরাদ্দের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে বলা হয়েছে কোভিড সেন্টার ও কোভিড হাসপাতালগুলিকে৷

আরও পড়ুন-‘সকলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন’, নির্বাচনের প্রথম দিন টুইট মমতার

শুক্রবার মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯০২ জন। অর্থাৎ প্রায় ৩৭ হাজার। একই সঙ্গে মোট মৃত্যু হয়েছে ১১২ জনের। গত পাঁচ দিনে এরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১.৩ লক্ষ।

Advt