সেমিফাইনালে সাইনা, চ‍্যাম্পিয়ন হওয়া লক্ষ‍্য তাঁর

0
3

প্যারিসে অলিয়ঁ মাস্টার্সে ( orleans masters)  সেমিফাইনালে ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল( saina nehwal)। এদিন তিনি হারালেন আইরিস ওয়াংকে। ম‍্যাচের ফলাফল ২১-১৯, ১৭-২১, ২১-১৯ ।

গত সপ্তাহে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে চোটের কারণে ম‍্যাচের মাঝপথেই সরে দাঁড়িয়েছিলেন সাইনা। সেখান থেকে চলতি প্রতিযোগিতায় দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। এই নিয়ে গত দু’বছরে প্রথম কোনও প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন সাইনা।

সাইনা ছাড়াও  সেমিফাইনালে উঠেছেন মেয়েদের ডাবলস জুটি অশ্বিনী পোনাপ্পা এবং এন সিক্কি রেড্ডিও। তাঁরা ২১-১৪, ২১-১৮ হারান ইংল্যান্ডের ক্লোয়ি বার্চ ও লরেন স্মিথকে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt