বাংলার বিধানসভা নির্বাচনে (Assembly Election) প্রার্থী পদ নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে বিদ্রোহ অব্যাহত। তারই অঙ্গ হিসেবে এবার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একেবারে মঞ্চ বেঁধে অনশনে বসলেন আদি বিজেপি (BJP)কর্মী-সমর্থকরা। কালিয়াগঞ্জ (Kaliyagunj) বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বদলের দাবিতে আমরণ অনশনের (Hunger Strike) করছে যুব মোর্চা (BJYM) নেতৃত্ব। তাদের দাবি, ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। ঘটনা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে। কালিয়াগঞ্জ-এর সুকান্ত মোড়ে রীতিমতো মঞ্চ বেঁধে আমরণ অনশনে বসেছে আদি বিজেপি কর্মীরা।
আদপে ফালাকাটার বাসিন্দা সৌমেন রায়কে এবার কালিয়াগঞ্জ বিধানসভার প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন আদি বিজেপির একাংশের। এখানেই শেষ নয়, প্রার্থী সৌমেন রায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় সরব হন এক মহিলা। সেই মহিলা নিজেকে সৌমেন রায়ের স্ত্রী হিসেবে দাবি করেন। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজ্য রাজনীতি।
এর আগে সৌমেন রায় কালিয়াগঞ্জে প্রচারে গেলে স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রবল বাধার মুখে পড়েন। প্রার্থীর গাড়ি পর্যন্ত ভাঙচুরের অভিযোগ ওঠে। সৌমেন রায়ের প্রার্থী পদ প্রত্যাহারের বিরুদ্ধে অনশনে সামিল হয়েছেন ওই কেন্দ্রে বিজেপির কো-অর্ডিনেটর রানাপ্রতাপ ঘোষ এবং যুব মোর্চার জেলা সভাপতি গৌতম বিশ্বাস, শহর যুব সম্পাদক তন্ময় বিশ্বাস, জেলা পরিষদের দলীয় সদস্য কমল সরকার-সহ বিজেপির শহর মণ্ডল সভাপতি ভবানী সিংহ এবং সংখ্যালঘু মোর্চার জেলা সদস্য মাফুজ আলি-সহ পুরো নেতৃত্ব।
আরও পড়ুন- বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই প্রথম দফা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের






























































































































